ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

কাশিয়ানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন

মোঃ আশরাফুজ্জামান, কাশিয়ানী, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২৯ এপ্রিল ২০২৫

কাশিয়ানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ রেখে পালালো শ্বশুরবাড়ির লোকজন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে নাসিমা খানম (২০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরন্যকান্দি গ্রামে।

তার স্বামীর নাম রিমন মীর। সে একই উপজেলার জোনাসুর গ্রামের মোহাম্মদ আলী মোল্লার মেয়ে। গত ১ বছর আগে হিরন্য কান্দি গ্রামের বাকের মীরের ছেলে রিমন মীরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানষিক ভাবে অত্যাচার করতো তার শাশুড়ি শিমুল বেগম ও তার পরিবারের লোকজন।

নিহত নাসিমা খানমের পিতা মোহাম্মদ আলী মোল্লা জানান মৃত্যুর ৮ দিন আগেও শাশুড়ীর অত্যাচারে পর পর দুই দিন না খেয়ে ছিল। ঘটনার দিন আমার মেয়ের শাশুড়ী শিমুল বেগম আমাদের বাড়িতে যায় এবং আমার স্ত্রী কে বলে তোমার মেয়ে তুমি ফেরত নাও। না হলে কখন কি করে বসে বলে চলে যায়। এর আধা ঘণ্টা পর আমার মোবাইলে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি আসো তোমার মেয়ে কি যেন খাইছে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রী ছুটে যাই। গিয়ে দেখি আমার মেয়ে উপুড় হয়ে শুয়ে আছে এবং মুখ থেকে লালা ও বোগলা উঠছে। পরে ঐ বাড়ির লোকজনসহ ওটোতে তুলে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের ট্রলিতে উঠালে ডা তাকে মৃত ঘোষণা করে।

কাশিয়ানী উপজেলা হাসপাতালের ইমারজেন্সিতে কর্তব্যরত ডাঃ মেহেরাব হাসান জানান রোগীর আত্মীয়-স্বজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যু নিশ্চিত হয়ে মৃত ঘোষণা করে। কাশিয়ানী থানার এস আই দীপঙ্কর জানান ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতাল রিপোর্ট তৈরি করি এবং ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালে প্রেরণ করি। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যু মামলা রিজু হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসিফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার