
ছবি সংগৃহীত
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন দুই বোন সুইটি আক্তার (২২) ও তাসকিনা আক্তার (১৯)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৩০ মিনিটে সুইটি আক্তার মারা যান বলে জানিয়েছেন সদর থানার ওসি এম. আর. সাঈদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বোন উত্তরা ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং হাজীপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। ওইদিন সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।
উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ দুই বোনকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধ দুই বোনের বাড়ি ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সেউটগাড়ি গ্রামে। তারা আবুল কাশেমের মেয়ে।
সদর থানার ওসি এম আর সাঈদ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে বড় বোন সুইটি মারা গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।”
আশিক