ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইবোনের মধ্যে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৯:০৬, ২৯ এপ্রিল ২০২৫

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইবোনের মধ্যে একজনের মৃত্যু

ছবি সংগৃহীত

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন দুই বোন  সুইটি আক্তার (২২) ও তাসকিনা আক্তার (১৯)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৩০ মিনিটে সুইটি আক্তার মারা যান বলে জানিয়েছেন সদর থানার ওসি এম. আর. সাঈদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বোন উত্তরা ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং হাজীপাড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। ওইদিন সকালে রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং দগ্ধ দুই বোনকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধ দুই বোনের বাড়ি ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের সেউটগাড়ি গ্রামে। তারা আবুল কাশেমের মেয়ে।

সদর থানার ওসি এম আর সাঈদ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে বড় বোন সুইটি মারা গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।”

আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার