
বুড়িমারী এক্সপ্রেস বুড়িমাড়ী থেকে চালুর দাবিতে চলমান ৯ম দিনের রেলপথ এবং দ্বিতীয় দিনের মত সড়কপথ অবরোধ প্রত্যাহার করেছে পাটগ্রামের আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ আন্দোলন স্থগিত ঘোষণা করেন বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে আন্দোলনরত পাটগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি সালাউদ্দিন আহমেদ ওপেল।
রেল ও সড়ক পথ অবরোধ আন্দোলন স্থগিত করণের বিষয়ে ওপেল বলেন, বুড়িমারী এক্সপ্রেস লালমনিরহাট থেকে ঢাকা রেলপথে চলাচল করলেও লালমনিরহাট থেকে বুড়িমারী রেলপথে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রীদের জন্য বুড়িমারী এক্সপ্রেস টু (বিশেষ ট্রেন) চালুর আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়। এদিন বিকেলে ঢাকায় অবস্থানরত লালমনিরহাটের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এমন পেয়েছে বলে জানান তিনি।
এর আগে লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সে বৈঠকে একমত হতে পারেনি আন্দোলনকারীরা। তবে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাৎ এবং তার দেওয়া আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়।
৯ম দিনের মত রেলপথ ও দ্বিতীয় দিনের মত চলমান সড়ক পথ অবরোধ কর্মসূচি স্থগিত ঘোষণার সময় পাটগ্রাম উন্নয়ন পরিষদ, পাটগ্রাম সংগ্রাম পরিষদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজসহ সর্বস্তরের ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে গত ২৭ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে একই দাবিতে করা আন্দোলন প্রত্যাহার করে হাতিবান্ধায় মহাসড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রামের এ অবরোধের কারণে দীর্ঘ ৮ দিন বুড়িমারী-লালমনিরহাট রেলপথে চার জোড়া ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে অবরোধ প্রত্যাহার ও স্থগিত হওয়ায় এই পথে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।
উল্লেখ্য: বহুল প্রতিক্ষিত বুড়িমারী এক্সপ্রেস গতবছরের ১২ মার্চ চালু হলেও উদ্বোধনের দিন ব্যতিত লালমনিরহাট-ঢাকা রেলপথে নিয়মিত চলাচল করছে। ট্রেনটি চালুর পর থেকে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানুষ বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে সরাসরি ঢাকা রেলপথে চলাচলের আন্দোলন করে আসছে। রেল ও সড়ক পথ অবরোধের পূর্বে ওই দুই উপজেলার বাসিন্দারা মানববন্ধন, সংবাদ সম্মেলন, মিছিলসহ নানা কর্মসূচি পালন করে। দুই উপজেলার বাসিন্দাদের আন্দোলনের পেক্ষিতে রেলওয়ের পশ্চিম অঞ্চলের কর্মকর্তাগণ তিনদফায় বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস চালুর আশ্বাস দেয়।
সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনে নির্মাণকাজ বা অবকাঠামো বাস্তবায়ন করেনি কর্তৃপক্ষ। পরে গত পাটগ্রাম সংগ্রাম পরিষদ গত ২১ এপ্রিল লালমনিরহাট-বুড়িমাড়ী রেলপথ অবরোধ এবং গত ২৭ এপ্রিল রেলপথের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা দেয়। তাদের ঘোষিত এ কর্মসূচিতে, পাটগ্রাম উন্নয়ন পরিষদ, বিএনপি, সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষজন অংশ নেয়।
এছাড়া একই দাবিতে আন্দোলনে নামে বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন পরিষদ। বর্তমানে আন্দোলন স্থগিত ও প্রত্যাহার হওয়ায় রেলপথে ট্রেন ও সড়ক পথের সকল যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
রিফাত