
ছবি: সংগৃহীত
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে গভীর রাতে দুইটি ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে গাজি ওমর ফারুকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির সিঁধ ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে এবং আলমারি ভেঙে প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গাজি ওমর ফারুক সন্দেহ প্রকাশ করে বলেন, “পুরোনো রাজনৈতিক বিরোধের জের ধরে আমাদের বাড়ি টার্গেট করা হয়ে থাকতে পারে।” তিনি আরও জানান, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ফারুক