
ছবি: জনকণ্ঠ
ফেনী থেকে প্রকাশিত দৈনিক ফেনীর সময় এর চীফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দিয়েছেন জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতা। জিল্লুর ফেনী জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।
সোমবার দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজী’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুদ্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে জিল্লু তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে ফোন করে প্রাণনাশের (মার্ডার করার) হুমকি দেয়।
দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, বিষয়টি উদ্বেগজনক। হুমকির ঘটনাটি তাৎক্ষনিক জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
ফেনী মডেল থানার ওসি সামছুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতাকে আইনের আওতায় আনা হবে।
সোমবার বিকালে ফেনী কলেজে সংবাদ সম্মেলন ডেকে জিল্লুর চাঁদাবাজীর অভিযোগ অস্বীকার করেন। তার দাবী, তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজী করলে তাদের পুলিশে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে তার পাশে থাকা শরবত বিক্রেতা হাকিম জানান, ‘জিল্লুকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তবে তার নাম জানি না। তার নামে অনেকে চাঁদাবাজী করেছে। অনেককে চাঁদা দিয়েছি।’ ফুচকা বিক্রেতা তোফাজ্জল জানান, ‘কয়েকদিন আগেও জিল্লু মিয়ার নাম বলে একজন এসে চাঁদা নিয়ে যায়।’
বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা জানান, জিল্লুর চাঁদাবাজী সহ নানা কর্মকান্ডে তারা অতিষ্ঠ। ইতিমধ্যে ছাত্রদলের হাইকমান্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন জানান, চাঁদাবাজীর বিষয়টি তাদের নজরে এসেছে। জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দকে নিয়ে নিয়ে তিনি জরুরী ভিত্তিতে বসবেন। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, তার বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ রয়েছে। আজকের বিষয়টিও কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে অবহিত করা হবে।
শিহাব