ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

৩৬ বছর পর চবি ক্যাম্পাসে যাবেন ড. ইউনূস, প্রদান করা হবে ডিলিট ডিগ্রি

প্রকাশিত: ১২:২৩, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৮, ২৯ এপ্রিল ২০২৫

৩৬ বছর পর চবি ক্যাম্পাসে যাবেন ড. ইউনূস, প্রদান করা হবে ডিলিট ডিগ্রি

ছবি : সংগৃহীত

দীর্ঘ আট বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম সমাবর্তন, যেখানে অংশ নিচ্ছেন ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রায় ২২,৬০০ গ্র্যাজুয়েট। আগামী ১৪ই মে এই বহুপ্রতীক্ষিত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আনন্দ আর গর্বের এই মুহূর্তে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকেরা।

 

এই বিশাল আয়োজনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবক দল। এত বছরের ব্যবধানে সমাবর্তন না হওয়ায় একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ এই আয়োজনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

তবে বর্তমান শিক্ষার্থীদের একটি বড় অংশ চাইছেন, প্রতি বছর যেন নিয়মিতভাবে সমাবর্তনের আয়োজন করা হয়, যাতে সবাই নিজ নিজ অর্জনের সাক্ষী হতে পারে। এবারের অনুষ্ঠানটি আরও বিশেষ হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ অতিথির আগমনে।

 

 

সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শান্তিতে নোবেল বিজয়ী, অর্থনীতিবিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ৩৬ বছর পর তিনি আবার তাঁর প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখছেন, যা এই আয়োজনে এক ব্যতিক্রমী আবেগ এবং উচ্ছ্বাস যোগ করেছে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. ইউনুস এবং তাঁকে সম্মানসূচক "ডক্টর অব লিটারেচার" ডিগ্রিও প্রদান করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩০০ একর সবুজে ঘেরা ক্যাম্পাস আবারও মুখর হয়ে উঠবে হাজারো গ্র্যাজুয়েটের পদচারণায়। এই আয়োজন শুধু একটি আনুষ্ঠানিক সমাবর্তন নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অর্জন এবং স্মৃতিময় মিলনমেলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই দিনটি হয়ে থাকবে এক অবিস্মরণীয় অধ্যায়।
 

আঁখি

×