
মুকসুদপুরে "দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই" এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন রশিদি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম।
জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক ও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিউর রহমান মিন্টু শরীফ, দৈনিক যুগের সাথী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আমজেদ হোসেন আমোদ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে। এই সেবার সুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতীয় আইনগত সহায়তা দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আফরোজা