ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি,প্রাণে বাঁচলো পরিবার

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা।

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ এপ্রিল ২০২৫

দুর্গাপুরে গাছ পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি,প্রাণে বাঁচলো পরিবার

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বসতঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এর মধ্যে পৌর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ সরকারের বাড়ি-ঘর দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া ও আশপাশের এলাকায়।

এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। ওই ঝড়ে বাড়ির পার্শ্বে থাকা বিশাল আমগাছ পড়ে যায় বিদ্যুৎ সরকারের বসতঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্টসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বাড়ির আশপাশের বোরো ফসলের। ঘরটি দুমড়ে-মুচড়ে গেলেও ছেলে-মেয়ে সহ প্রাণে বেঁচে যায় বিদ্যুৎ সরকারের পরিবার। এছাড়া ওই এলাকার বেশ কিছু ঘর-বাড়ি ভেঙে যায়।

বিদ্যুৎ সরকার বলেন, রবিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে বসতঘরের পাশে থাকা গাছ পড়ে যায় আমার বসতঘরের ওপর। এতে দুমড়ে-মুচড়ে যায় পুরো ঘর ও আসবাবপত্র। শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ক্ষেতের ফসল। ঘর-বাড়ি ভেঙে গেলেও প্রাণে বেঁচে গেছে আমার পুরো পরিবার।

আফরোজা

×