
নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে ঝড়ে গাছ পড়ে বসতঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি পরিবারের। এর মধ্যে পৌর বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ সরকারের বাড়ি-ঘর দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া ও আশপাশের এলাকায়।
এনিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোববার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি। ওই ঝড়ে বাড়ির পার্শ্বে থাকা বিশাল আমগাছ পড়ে যায় বিদ্যুৎ সরকারের বসতঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্টসহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বাড়ির আশপাশের বোরো ফসলের। ঘরটি দুমড়ে-মুচড়ে গেলেও ছেলে-মেয়ে সহ প্রাণে বেঁচে যায় বিদ্যুৎ সরকারের পরিবার। এছাড়া ওই এলাকার বেশ কিছু ঘর-বাড়ি ভেঙে যায়।
বিদ্যুৎ সরকার বলেন, রবিবার রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে বসতঘরের পাশে থাকা গাছ পড়ে যায় আমার বসতঘরের ওপর। এতে দুমড়ে-মুচড়ে যায় পুরো ঘর ও আসবাবপত্র। শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায় ক্ষেতের ফসল। ঘর-বাড়ি ভেঙে গেলেও প্রাণে বেঁচে গেছে আমার পুরো পরিবার।
আফরোজা