ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আখাউড়া রেলস্টেশনে মাদক সেবন, ৮ মাদকসেবীর কারাদণ্ড

মো. সাইফুল ইসলাম, আখাউড়া।

প্রকাশিত: ০৯:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

আখাউড়া রেলস্টেশনে মাদক সেবন, ৮ মাদকসেবীর কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ৮ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আখাউড়া রেলস্টেশন এলাকায় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. ফয়সল উদ্দিন। এ সময় মাদকদ্রব্য সেবনের অপরাধে প্রত্যেককে সাত দিনের করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. হৃদয় (১৯), এনামুল হক (২৫), আসিফ (৬০), এরশাদ মিয়া (৪৩), আকবর মিয়া (৪০), মো. হিরা (৩০), মনির হোসেন (২৫) ও নজরুল ইসলাম (৪০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে আখাউড়া রেলস্টেশনের উত্তর পাশের পানির টাংকির নিচে অভিযান পরিচালনা করে গাঁজার পুরিয়া সহ সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করে মাদক সেবন করায় 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮' এর ৩৬(৫) ধারায় ০৮ জনের প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আফরোজা

×