
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলামের বিদায় উপলক্ষে বাঞ্ছারামপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি ২০২৪ সালের ৪ এপ্রিল বাঞ্ছারামপুরে যোগদান করেন এবং দায়িত্ব গ্রহণের পর থেকেই নিষ্ঠা, সততা ও সাহসিকতার মাধ্যমে উপজেলাব্যাপী জনসচেতনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মো. নজরুল ইসলাম নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালান এবং রেকর্ড পরিমাণ জরিমানা আদায় করেন। তিনি অবৈধ বালুমহাল উচ্ছেদ, অনিয়মতান্ত্রিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, নিম্নমানের গুড় কারখানায় অভিযান, বাজার মনিটরিং এবং নদীতে অবৈধ ঘের উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জনস্বার্থে বলিষ্ঠ ভূমিকা রাখেন।
ভূমি অফিসের সেবার মানোন্নয়নে তিনি বিশেষ অবদান রাখেন এবং সেবাগ্রহীতাদের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুস্পষ্ট নির্দেশনা দেন। তার নেতৃত্বে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, সহসভাপতি ফয়সল আহমেদ খান, সহসভাপতি মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. আগা শামীম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রিফাত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহমেদ, আলী আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মো. নজরুল ইসলাম একজন জনবান্ধব ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
উপজেলায় দায়িত্ব পালন শেষে তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করবেন। বাঞ্ছারামপুরের মানুষ তার সততা, দক্ষতা ও মানবিক আচরণের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আফরোজা