ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

তিতাসে বিএনপির দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ১০

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ০৮:৪৭, ২৯ এপ্রিল ২০২৫

তিতাসে বিএনপির দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: আহত ১০

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল ঘিরে দুই সভাপতি প্রার্থী আক্তার বেপারী ও মাজেদুল ইসলাম মিন্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়৷

সোমবার(২৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মোহনপুর-উজিরাকান্দি ব্রিজের পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর দাখিল মাদ্রাসা মাঠে ইউনিয়ণ বিএনপি'র কাউন্সিল শুরু হলে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কাউন্সিল স্থলে আসতে শুরু করে। সভাপতি প্রার্থী মাজেদুল ইসলাম মিন্টু বহিরাগত সন্ত্রাসীর গাড়ির বহর নিয়ে কাউন্সিল স্থলে আসছে এমন অভিযোগ তুলে হামলা করে অপর সভাপতি প্রার্থী আক্তার বেপারী ও তার লোকজন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

সভাপতি প্রার্থী আক্তার বেপারী বলেন, আমি সম্মেলন স্থলে ছিলাম। বহিরাগত অনেক লোকজন সম্মেলনে আসছে শুনে তাদেরকে ফিরিয়ে দিয়েছি। কে বহিরাগতদের এনেছে জানতে চাইলে আক্তার বেপারী বলেন, মিন্টু এনেছে।

এদিকে মাজেদুল ইসলাম মিন্টু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো বহিরাগত লোক নেইনি, সবাই আমার উপজেলার লোক। আমার লোকজনের ওপর আক্তার বেপারী নিজে হামলা করেছে। এসময় আমার কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস ভাংচুর করা হয়৷

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূঁইয়া বলেন, ঘটনা কাউন্সিলস্থল থেকে অনেক দূরে হয়েছে। তবে আমাদের কাউন্সিল শান্তিপূর্ণভাবে হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদ উল্যাহ বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত করি। তবে বেশ কয়েকজন আহত হলেও তাদের নাম জানা সম্ভব হয়নি।a

মুমু

×