ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাত নামলেই ধানক্ষেতে হাতির তাণ্ডব, আতঙ্কে দিন গুনছেন কৃষকেরা

দেওয়ান নাঈম, নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট

প্রকাশিত: ০৮:৩৭, ২৯ এপ্রিল ২০২৫

রাত নামলেই ধানক্ষেতে হাতির তাণ্ডব, আতঙ্কে দিন গুনছেন কৃষকেরা

ছবিঃ সংগৃহীত

হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পাকা আমন ধানখেতে প্রতি রাতে হাতির দল হানা দেয়। ফসল রক্ষায় কৃষকদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সোমবার দুপুরে গাজিরভিটা ইউনিয়নের কাতলমারী গ্রামে বন্য হাতির দল লোকালয়ে নেমে আধা পাকা ধান খেয়ে ফেলেছে।

জানা যায়, রবিবার গভীর রাতে উপজেলার কাতলমারী গ্রামের কাশেম মিয়ার ৭০ শতাংশ ও একই এলাকার সুরুজ আলীর ৪০ শতাংশসহ ছয় দিন ধরে সদর ইউনিয়নের গোবরাকুড়া, আইলাতলী ও গাজিরভিটা ইউনিয়নের কাতলমারী, কাটাবাড়ী, ভূটিয়াপাড়া, ডোমনিকুড়া, কান্দাপাড়া গ্রামে হাতির দল কয়েক একর জমির আধা পাকা ধান খেয়ে ফেলেছে।

কৃষকরা জানান, প্রতি রাতে ৩০-৩৫টি বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। ধান পাকার মৌসুমে হাতির অত্যাচারটা বেশি হয়। মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়াতে নির্ঘুম রাত কাটাতে হয়।

মারিয়া

×