ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৮:১৫, ২৯ এপ্রিল ২০২৫

বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মেয়ের মৃত্যু

ছবি : সংগৃহীত

বাবার বাড়িতে বেড়াতে আসা মেয়ে শারমিন খানম (৩২) আকস্মিক বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে। দুই সন্তানের জননী শারমিন খানম ওই গ্রামের আবু হাওলাদারের মেয়ে ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মোনারপাড়া গ্রামের মো. শাহিন মিয়ার স্ত্রী।

 

 

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন, ওইদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাবার বাড়িতে বেড়াতে আসা শারমিন খানম বাড়ির আঙিনায় কাজ করতে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুত্বর আহত হয়।

 

 

তাৎক্ষনিক তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 

আঁখি

×