ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জাপার মহাসচিব হলেন বরিশালের তাপস

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৪৬, ২৮ এপ্রিল ২০২৫

জাপার মহাসচিব হলেন বরিশালের তাপস

ছবিঃ সংগৃহীত

দক্ষিণাঞ্চলে জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বরিশালের সন্তান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ফলে বরিশাল মহানগর জাপার সদস্য সচিব তাপস প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অতিরিক্ত মহাসচিব হয়েছেন।

চিঠিতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে অতিরিক্ত মহাসচিব (বরিশাল বিভাগ) হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আমি (গোলাম মোহাম্মদ কাদের) বিশ্বাস করি, উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে জাপার অতিরিক্ত মহাসচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, দেশের বঞ্চিতদের অধিকার আদায়ের লড়াই করে আমার দল। এর অংশ হিসেবে সাংগঠনিক কাজে আরও গতি আনতে নতুন উদ্যমে নেতাকর্মীদের নিয়ে তিনি কাজ করবেন। 

ইমরান

×