ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বাবার দাফন আটকে ২৪ ঘন্টা ধরে চলছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সালিশ!

প্রকাশিত: ২২:০১, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:০২, ২৮ এপ্রিল ২০২৫

বাবার দাফন আটকে ২৪ ঘন্টা ধরে চলছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সালিশ!

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর বড় মরা পাগলা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বাড়ির উঠানে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে মৃত মাজেদ বিশ্বাসের মরদেহ, অথচ তার সন্তানরা জমি-জমা নিয়ে ভাগাভাগির সালিশে ব্যস্ত। শুধু নয় জন সন্তানই নয়, মৃতের স্ত্রীও এই সালিশে অংশ নিয়েছেন। ফলে এখন পর্যন্ত মাজেদ বিশ্বাসের দাফন সম্পন্ন হয়নি।

স্থানীয়রা জানান, মাজেদ বিশ্বাসের মোট ১০ সন্তান ছিল, বর্তমানে জীবিত আছেন ৯ জন। তার মেয়েরা অভিযোগ করেন, পুলিশে কর্মরত দুই ভাই তাদের অসুস্থ বাবাকে ২১ দিন আগে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে যান এবং সেখানে বাবাকে দিয়ে সম্পত্তি লিখে নেন। এরপর ২৭ এপ্রিল তাদের বাবা মারা গেলে ছেলেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসে। কিন্তু জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মাজেদ বিশ্বাসের স্ত্রী ও কন্যারা দাফনে বাধা দেন।

এক মেয়ে জানান, "আমার ভাইয়েরা বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জমি লিখিয়ে নিয়েছে। আমরা দাবি করছি, আমাদের পাওনা বুঝিয়ে না দিলে বাবার দাফন হবে না।"

মৃতের তিন ছেলের মধ্যে একজন প্রবাসে, অন্য দুজন পুলিশ সদস্য। ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও এক ছেলে দাবি করেন, তাদের মায়ের অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, "যদি বাবাকে নির্যাতন করে মারা ফেলার অভিযোগ আসে, তাহলে সেটা প্রমাণ করতে হবে। এসব অভিযোগ মিথ্যা।"

স্থানীয়রা জানিয়েছেন, দুই ছেলে বাবার কাছ থেকে জমি লিখে নিয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে। পারিবারিক দ্বন্দ্বের কারণে দাফনে এত বড় বিলম্বে এলাকাজুড়ে নিন্দা ছড়িয়ে পড়েছে।

এলাকার জনপ্রতিনিধিরা জানান, পারিবারিক বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। সমস্যা সমাধান হলেই দ্রুত মরদেহ দাফন করা হবে। এক জনপ্রতিনিধি বলেন, "আমরা চাই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হোক এবং মরদেহ যথাযথভাবে দাফন করা হোক।"

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=mNA-lA94qDo

এম.কে.

×