ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গণধর্ষণের মামলা নিল ওসি, প্রধান আসামি গ্রেপ্তার

তালতলী, বরগুনা, প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ২৮ এপ্রিল ২০২৫

গণধর্ষণের মামলা নিল ওসি, প্রধান আসামি গ্রেপ্তার

বরগুনার তালতলীতে পাশের বাড়ির ভাবির সহযোগিতায় এক কিশোরীকে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিমসহ তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত ৫ দিন ধরে থানায় গেলেও গণধর্ষণের মামলা না নেওয়ার অভিযোগ উঠে ওসি শাহজালালের বিরুদ্ধে। এ নিয়ে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশ হলে দেশব্যাপী আলোচিত হয় ও তড়িঘড়ি করে মামলা নেয় পুলিশ। পরে প্রধান আসামি রিনা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে রিনা বেগমকে
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আপনারা সত্যি নিউজ প্রকাশ করলে রাতেই পুলিশ আমার বাড়িতে যায় ও সকালে থানায় আসতে বলে। আমরা থানা এসে মামলা দায়ের করি। আমার মেয়ের এই ঘটনায় জড়িতদের বিচার চাই। তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, গণধর্ষণের বিষয়ে  একটি মামলা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

প্যানেল

×