
দিনাজপুরের বিরামপুর উপজেলায় শাশুড়িকে পেট্রোলের আগুনে পুড়িয়ে মারার অভিযোগে মেহেদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ধানহাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদুল হাবিবপুর এলাকার আজিবর রহমানের ছেলে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, শাশুড়ি বুলি বেগমের গায়ে পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় নিহত গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
প্যানেল