
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুল ছাত্র ও কৃষক সহ অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার বরুড়া ও মুরাদনগর উপজেলায় সোমবার পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন বরুড়া ও দুইজন মুরাদনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, সোমবার কয়েকজন কিশোর জেলার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়ানোর সময় হঠাৎ বজ্রপাতে তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দুইজনের মৃত্যু হয়। তারা উভয়েই বড়হরিপুর উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বরুড়া থানার ওসি নাজমুল হক জানান, নিহত কিশোর দুজন হলেন, পয়ালগচ্ছ গ্রামের গফুর মিয়ার ছেলে ফাহাদ হোসেন(১৩) এবং বিল্লাল হোসেনের ছেলে জিহাদ হোসেন (১৩)।গুরুতর আহত ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে আবু সুফিয়ানকে (৭) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থাও আশঙ্কাজনক।
হঠাৎ বজ্রপাতে দুই কিশোরের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।এদিকে সোমবার জেলার মুরাদনগর উপজেলার ৪নং পূর্ব দৈর পূর্ব ইউনিয়নের কোরবানপুর কেন্দ্রীয় কবরস্থানের মাঠ এলাকায় কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন -একই ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত বীর চরণ দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৬০) ও ৩ নং আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভুঁইয়া (৩৫)।
মীর শাহ আলম / ফারুক