
ছবিঃ সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ি এলাকায় বসতবাড়ি ও ফসল রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে জামশেদুল ইসলাম ছোটন (৩২) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের পুর্ব পাশে রাবার বাগান এলাকার বাতকুচি টিলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ছোটন মিয়া ওই গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামের পুত্র। তিনি বর্তমানে শেরপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরো ধান পাকার মৌসুম হওয়ায় গত প্রায় এক মাস যাবত নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতির তান্ডব বেড়ে গেছে। প্রায় ৪০/৫০ টির হাতির দল খাবারের সন্ধানে কখনো বোরোধান ক্ষেতে আবার কখনো পাহাড়ের ঢালে বসবাসরত মানুষের বসতবাড়িতে হামলা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বাতকুচি টিলাপাড়া রাবার বাগান এলাকায় বন্যহাতির দল আমির হোসেনের বাড়িতে তান্ডব চালায়।
এসময় গ্রামবাসী মিলে হৈ-হুল্লোড় করে ঘরবাড়ি ও ফসল রক্ষা করতে প্রতিরোধ গড়ে তুলে। একপর্যায়ে ক্ষুব্ধ বন্যহাতি জামশেদুল ইসলাম ছোটনকে ধরে ফেলে শুঁড় দিয়ে পেচিয়ে আছাড় মেরে আহত করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হাতির দল পিছু হটলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ভাই ইউপি সদস্য আনছারুল ইসলাম বলেন, বন্যহাতি আমার ভাই ছোটনকে শুঁড় দিয়ে পেচিয়ে আছাড় মেরে গুরুতর আহত করেছে। আমি সদর হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছি।
এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, আমি জানতে পেরেছি বাতকুচি গ্রামের ছোটন নামের একজন কৃষক বন্যহাতির আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার পক্ষ থেকে আবেদন প্রাপ্তী সাপেক্ষ সরকার নির্ধারিত আহত ব্যক্তির জন্য ১ লাখ টাকা চিকিৎসা খরচ প্রদান করা হবে।
রিফাত