ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

মো:সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১৫:৫৮, ২৮ এপ্রিল ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ

ছবি: দৈনিক জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের মাঝে প্রণোদনার আওতায় মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ সালের রাজস্ব  বাজেটের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার (২৯ এপ্রিল)  দুপুরে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি. এম. রাশেদুল ইসলাম। 

এসময় বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ ৩৫ জন কৃষককে ১০০ কেজি করে মৎষ্য খাদ্য দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম প্রমুখ। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, ২০২৪ সালের আগষ্ট মাসের ভয়াবস বন্যায় উপজেলার মৎস্য চাষীরা ক্ষতিগ্রস্থ হয়। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্থ ৩৫ জন চাষীকে সরকারি প্রনোদনার আওতায় ১০০ কেজি করে মৎস্য খাবার দেওয়া হয়েছে। চাষীদের ক্ষতির তুলনায় এ প্রনোদনা হয়তো কিছুই না। তবে, সরকার মৎস্য চাষীদের পাশে আছে এটাই আমাদের ম্যাসেজ। এরআগে গত বছরের অক্টোবর মাসে ১১৮ জন চাষীকে ১০ কেজি করে মাছের পোনা দেওয়া হয়।

ফারুক

×