ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর

প্রকাশিত: ১৫:৫০, ২৮ এপ্রিল ২০২৫

ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৮ পিস মদ জব্দ করেছে হলদীগ্রাম বিওপি। রবিবার (২৭এপ্রিল) ভোরে উপজেলার গোমড়া এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদ পেয়ে হলদীগ্রাম বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল আলম এর নেতৃত্বে বিজিবি’র একটি চৌকসদল অভিযান চালিয়ে গোমড়া এলাকা থেকে ভারতীয় ৩৪৮ পিস মদ জব্দ করা হয়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মূল্য ৫ লাখ ২২ হাজার টাকা।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

আবীর

×