ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

 নীলফামারীতে ৪১২৮ অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছে লিগ্যাল এইড

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ১৫:৩৪, ২৮ এপ্রিল ২০২৫

 নীলফামারীতে ৪১২৮ অসহায় দরিদ্র পরিবারকে সহায়তা দিচ্ছে লিগ্যাল এইড

ছবি: জনকণ্ঠ

নীলফামারীতে লিগ্যাল এইড কমিটির তত্বাবধানে চার হাজার ১২৮ জন দরিদ্র পরিবারের মামলা পরিচালনা করছেন। এরমধ্যে ১৩০৩ টি মামলার নিস্পত্তি হয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে দুই হাজার ৮২৫টি মামলা। মামলার মধ্যে ফৌজদারি ২৬২৮ টি, দেওয়ানী ৬০০টি, পারিবারিক ৮৯৯টি এবং অন্যান্য মামলা রয়েছে ১টি। আইনি সহায়তা গ্রহণকারীদের মধ্যে ২৩৪৬ জন নারী এবং ১৭৮২ জন পুরুষ রয়েছেন। অন্যদিকে নিস্পত্তি হওয়া মামলার মধ্যে ফৌজদারি ৮১৮টি, দেওয়ানী ১৬৯টি এবং পারিবারিক ৩১৬ টি রয়েছে। বিচারাধীন মামলার মধ্যে রয়েছে ফৌজদারি ১ হাজার ৮১০টি, দেওয়ানী ৪৩১টি, পারিবারিক ৫৮৩টি এবং অন্যান্য ১টি। 


জাতীয় আইনগত সহায়তা দিবস/২০২৫ উপলক্ষে সোমবার (২৮ এপ্রিল) সকালে  আলোচনা সভার সভাপতি জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান মোঃ আবু মনসুর মিঞা বিষয়টি তুলে ধরে বলেন দরিদ্র মানুষদের আইনি সহায়তার জন্য সরকার একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।আদালতে মামলা করা থেকে শুরু করে মামলা পরিচালনাসহ যাবতীয় কাজে অসমর্থন ব্যক্তিরা লিগ্যাল এইড কমিটির সহায়তা  নিয়ে সেটা করতে পারছেন। সরকারী এই উদ্যোগের ফলে সুফল পাচ্ছেন অসহায় পরিবারের মানুষজন।  তিনি উল্লেখ করে বলেন আইনগত সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীরা এ কাজে সহায়তা করছে।


এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-"দ্বন্দে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই"।এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি পালনে জজ আদালত চত্তর থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদণি শেষে পুনরায় আদালত চত্তরে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হন। শেষ হয়। অলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মোঃ মনিরুজ্জামান সরকার। আলোচনা সভায় আইনী সহয়তা পেয়ে মামলা নিস্পক্তির অনুভুতি তুলে ধরে বক্তব্য রাখেন মার্জিনা বেগম ও রুবিয়াজ ইসলাম। সেরা প্যানেল আইনজীবি হিসাবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন।


অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহম্মদ নায়িরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক  (জেলা জজ) এবিএম গোলাম রসুল,  চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মহসীন, জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবি সমিতির সভাপতি আল ফারুক আব্দুল লতিফ ,সাধারন সম্পাদক আল মাসুদ চৌধুরী।


অনুষ্ঠানে জানানো হয় আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২০১৩ সালের ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে  সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি ১৬৪৩০) মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়।

শিহাব

×