
ছবি: সংগৃহীত
বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে ভোলার অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে বাস শ্রমিক ইউনিয়নের আহ্বানে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখে। এতে করে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
স্থানীয়রা জানান,রবিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার বাজারে বাসে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহণ নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাসচালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন।বাস ধর্মঘটের কারণে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান,ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ আছে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দূরদূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিকশাসহ বিকল্প যানবাহনে চলাচল করছে। যাত্রীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে ভাড়া বেশি যেমন লাগছে। তেমনি সময় লাগছে দ্বিগুণ । এতে করে চাকরিজীবী ও নিন্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে।
ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান,অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
হাসিব রহমান/ফারুক