
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের হাফসা রাঃ আনহু মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষকের নাম দিদারুল হক (৩৪)। তিনি নাজিরপুর ইউনিয়নের ধুনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে। দিদারুল স্থানীয় হাফসা রাঃ আনহু মহিলা মাদ্রাসা ও আন নূর ইসলামী একাডেমির শিক্ষক ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে দিদারুল হক মাদ্রাসার দিকে যাচ্ছিলেন। তখন হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। বিকট শব্দের একটি বজ্রাঘাতে মাদ্রাসার মাঠেই লুটিয়ে পড়েন দিদারুল। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে মৃত অবস্থায় পান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দিদারুলের লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুমু