
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ফকির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি'র ত্যাগী নেতা কর্মীদের নিয়ে কৃষক দলের কমিটি গঠিত হচ্ছে। আগামী দিনে বিএনপি সরকার গঠনে কৃষক দলসহ বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কে এক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি শনিবার(২৬ এপ্রিল)বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও বিএনপির আয়োজনে কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি'র সকল নেতা ও কর্মীদের কাজ করার নির্দেশ দেন।
ধনবাড়ী উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব মোঃ হোসেন আলী'র সঞ্চালনায় ও আহবায়ক আব্দুল মন্নানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি'র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি লায়ন এম এ মাজেদ বাদল, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম মহব্বত, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবন, বলিভদ্র ইউনিয়ন বিএনপি'র সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা।
সম্মেলনে জাতীয়তাবাদী কৃষক দলের বলিভদ্র ইউনিয়ন শাখার সভাপতি ওয়াজেদ আলী ও কবির হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাও কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু