ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লামিয়ার মৃত্যুর প্রতিবাদে মোহাম্মদপুর ও আদাবরে বিক্ষোভ

প্রকাশিত: ০১:১২, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৩, ২৮ এপ্রিল ২০২৫

লামিয়ার মৃত্যুর প্রতিবাদে মোহাম্মদপুর ও আদাবরে বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ ও আত্মহত্যার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং রাষ্ট্রীয় গাফিলতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মোহাম্মদপুর ও আদাবর থানার সদস্যরা।

শনিবার (২৭ এপ্রিল) মোহাম্মদপুরের বিভিন্ন পয়েন্টে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, লামিয়ার মতো একজন শহীদ কন্যার নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। তার ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় আমরা গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছি। বক্তারা আরও বলেন, কেবল ভাইরাল হওয়া ঘটনা নিয়ে বিচারের দাবি করলেই চলবে না। দেশের যেকোনো প্রান্তে যখনই কেউ বর্বরতার শিকার হবে, রাষ্ট্রকে তখনই দ্রুততম সময়ের মধ্যে সুবিচার নিশ্চিত করতে হবে।

তাদের দাবি, শুধুমাত্র ভাইরাল হওয়া কয়েকটি ঘটনার বিচার করলে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে না। প্রতিটি ধর্ষণ, সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যথাসময়ে বিচার নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দ্রুততম সময়ে সুবিচার নিশ্চিত করলেই আমরা একটি নিরাপদ সমাজের দিকে এগিয়ে যেতে পারবো। অন্যথায়, বিচারহীনতার সংস্কৃতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।

সমাবেশে মোহাম্মদপুর ও আদাবর থানার গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা ছাড়াও স্থানীয় সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন।

এসএফ

×