ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ছাগল হত্যার ঘটনায় থানায় মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৫৬, ২৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:০১, ২৮ এপ্রিল ২০২৫

ছাগল হত্যার ঘটনায় থানায় মামলা

ছবি: সংগৃহীত

পাট খেত বিনস্টের অভিযোগে ছাগল পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখার ঘটনায় ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দিনমজুর সবুজ হাওলাদার। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়েনের মধ্য কান্ডপাশা গ্রামে।

ওই গ্রামের আনিস হাওলাদারের ছেলে দিনমজুর সবুজ হাওলাদার জানান, তার পালিত ছাগলটি ঘাঁস খাওয়ানোর উদ্দেশ্য ২৭ এপ্রিল (রবিবার) দুপুরে একই গ্রামের মৃত আইয়ুব আলী কাজীর ছেলে ও ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি আবু কাজীর বাড়ির সন্নিকটের পাট খেতের অদূরে অনাবাদি জমিতে বেঁধে রাখা হয়।

ওইদিন বিকেলে তিনি বেঁধে রাখা ছাগল আনতে গিয়ে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরবর্তীতে ছাগলটিকে পাট খেতের পাশের বট গাছের সাথে মৃত অবস্থায় ঝুলানো দেখতে পেয়ে চিৎকার শুরু করেন।

এসময় পাট খেতের মালিক আবু কাজী এসে ছাগল মালিক সবুজকে জানায় ছাগলটি তার পাট খেত বিনস্ট করেছে। তাই তিনি ছাগলটি মেরে ফেলেন। এনিয়ে উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে আবু কাজী ছাগল মালিককে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন।

উপায়অন্তুর না পেয়ে দিনমজুর সবুজ হাওলাদার ওইদিন সন্ধ্যায় মৃত ছাগলটি নিয়ে থানায় এসে অভিযুক্ত কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজীর বিরুদ্ধে ছাগল হত্যার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযুক্ত আবু কাজীর বলেন, সবুজ হাওলাদার আমার নামে মিথ্যাচার করে থানায় অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা ছাগলটি মেরে ঝুলিয়ে রেখেছে তা আমি জানিনা। 

আসিফ

×