
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিলুপ্ত তাওয়াকোচা বালুমহালে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ অভিযান। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ অভিযানে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৬০ টি মাচা, ৫টি ড্রেজার মেশিন এবং বিপুলসংখ্যক পাইপ ধ্বংস করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, "তাওয়াকোচা বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করে আসছিল। এ ধরনের অবৈধ কার্যক্রম জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।"
রাজু