ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন, ‘পারবেন না’!

প্রকাশিত: ০০:৫১, ২৮ এপ্রিল ২০২৫

শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন, ‘পারবেন না’!

ছবি: সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না। রোববার আল জাজিরায় প্রকাশিত ‘টক টু আল জাজিরা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে জুলাই মাসের রাজনৈতিক অস্থিরতা, আসন্ন নির্বাচন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সরকারের দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ড. ইউনূস।

আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার জানতে চান, শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান কী। জবাবে ড. ইউনূস জানান, ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনাকে ভারতে রাখার বিষয়টি ভারতের সিদ্ধান্ত, তবে তিনি যেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য না করেন। কারণ তার বক্তব্য দেশের জনগণকে উত্তেজিত করছে এবং অন্তর্বর্তী সরকারের জন্য সমস্যা তৈরি করছে।

সাক্ষাৎকারে ড. ইউনূস জানান, মোদি তাকে বলেছেন, ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত; তাই শেখ হাসিনার বক্তব্য নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়।

আল জাজিরার পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এ অবস্থায় বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে। জবাবে ড. ইউনূস বলেন, বিষয়টি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। যদিও এখন পর্যন্ত সাড়া পাওয়া যায়নি, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া এগোলে এটি উচ্চপর্যায়ে গড়াবে বলেও জানান তিনি।

আসিফ

×