
পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে এক প্রতিবন্ধী গৃহবধূর কাছ থেকে কৌশলে ৬০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে চাটমোহর রেলবাজার ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গৃহবধূ স্বর্ণা খাতুন উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি পশ্চিমপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে। ঘটনার পর তিনি চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্বর্ণা খাতুন জানান, রবিবার দুপুরে তিনি তার বৃদ্ধ মায়ের সঙ্গে রেলবাজার ব্র্যাক অফিসে যান। তার মা ব্র্যাকের সদস্য হিসেবে ৬০ হাজার টাকা ঋণ উত্তোলনের জন্য গিয়েছিলেন। ব্র্যাক অফিসের কাউন্টার রুমে বসে থাকা অবস্থায় এক অপরিচিত লোক এসে তাদের পাশে বসে। লোকটি স্বর্ণাকে ‘মেয়ের মতো’ বলে আপন করে কথা বলতে থাকে।
কিছুক্ষণ পর ব্র্যাক অফিস থেকে টাকা উত্তোলন করে বাইরে আসার পর কী ঘটেছিল, তা স্পষ্টভাবে মনে নেই বলে জানান স্বর্ণা খাতুন। তিনি শুধু মনে করতে পারছেন, প্রতারক নিজেকে আটঘরিয়ার বাসিন্দা বলে পরিচয় দিয়েছিল এবং পরে একটি ভ্যানে করে তাদের রেলবাজার মোড়ে নামিয়ে দেয়। এরপরই টাকার ব্যাগ খালি দেখে তারা হতভম্ব হয়ে পড়েন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতারককে শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এসএফ