
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি লিখে না দেওয়ায় আব্দুর রহিম (৭০) নামে এক বৃদ্ধ বাবাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার ছেলে-মেয়েদের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার আষাঢ়িয়াচর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের সন্তান—জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও হালিমা আক্তার—দীর্ঘদিন ধরে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু আব্দুর রহিম এতে রাজি না হওয়ায় রোববার দুপুরে তারা একত্রিত হয়ে বাবার ওপর অতর্কিতে হামলা চালান।
মারধরের সময় আব্দুর রহিমের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনার সময়কার একটি ভিডিও স্থানীয় এক বাসিন্দা ধারণ করেন। পরে সেটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ আব্দুর রহিম অসহায়ভাবে মাটিতে লুটিয়ে আছেন এবং একাধিক ব্যক্তি তার ওপর হামলা চালাচ্ছেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন। অনেকে মন্তব্য করেন, "সম্পত্তির লোভ মানুষকে অমানুষ করে দেয়", আবার কেউ লিখেছেন, "এ ধরনের সন্তানদের জন্য লজ্জা হয়।"
এসএফ