ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

জাতির কাছে প্রশ্নবিদ্ধ শহীদকন্যা লামিয়ার আত্মহত্যার ঘটনা : রিজভী

উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ২৩:০৫, ২৭ এপ্রিল ২০২৫

জাতির কাছে প্রশ্নবিদ্ধ শহীদকন্যা লামিয়ার আত্মহত্যার ঘটনা : রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লামিয়া যখন বিচার চাচ্ছিল তখন সেই বিচারটি যদি নিশ্চিত হতো তাহলে লামিয়াকে আর মরতে হতো না। যে জন্য এত ছাত্র শ্রমিকের জীবন চলে গেল সেই আইনের শাসন এখনো নিশ্চিত হয়নি। 

তিনি বলেন, লামিয়ার মৃত্যু আজ গোটা জাতির কাছে একটি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।          

তিনি আরো বলেন, গণতন্ত্রের মর্ম বাণী হচ্ছে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আদালত হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে মানুষ যদি বিচার না পায় যে অন্ধকার নেমে আসে।

আজ রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জুলাই আন্দোলনের শহীদ জসীমউদ্দীনের কন্যা লামিয়া আক্তারের নামাজে জানাজার পূর্ব মুহুর্তে এসব কথা বলেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টায় লামিয়ার লাশবাহী গাড়িটি দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের তার গ্রামের বাড়িতে পৌঁছালে পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজার পরে তার লাশ বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া(১৭) আত্নহত্যা করেছেন। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকে ৬নং রোডে ভাড়া বাসায় তাকে গলায় ফাসঁরত ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ই মার্চ সন্ধ্যায় উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া বাবার কবর জিয়ারত শেষে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষনের শিকার হন। পরে লামিয়া নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। দুমকি থানা পুলিশ আসামী সাকিব ও সিফাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।    

আসিফ

×