ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বালু উত্তোলনকারীদের হাতে নিহত রামদাসের পরিবারের পাশে জামায়াত

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রকাশিত: ২১:২৭, ২৭ এপ্রিল ২০২৫

বালু উত্তোলনকারীদের হাতে নিহত রামদাসের পরিবারের পাশে জামায়াত

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বালু উত্তোলনকারীদের হাতে খুন হওয়া জেলে রাম দাসের অসহায় পরিবারের পাশে আবারও দাঁড়ালেন জামায়াত নেতারা। তার মৃত্যুর পরবর্তী সময়েও রাম দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

আজ জামায়াতের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

তার পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি জামায়াত নেতারা সব সময় তাদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষার স্বার্থে গতকাল উপজেলা জামায়াত নেতৃবৃন্দ রাম দাসের বাড়িতে যান। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক কমিশনার মোহাম্মদ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, আশরাফুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সকালে সমুদ্রে বালু উত্তোলনকারীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রাম দাস ও তার ভাইয়ের। এক পর্যায়ে তাদের ড্রেজারে তুলে রাম দাসকে পিটিয়ে পানিতে ফেলে দেয় বালুখেকোরা এবং তার ভাইকে অপহরণ করে হাতিয়া দ্বীপে নিয়ে যায়। অপহৃত এক জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ২১ ফেব্রুয়ারি সমুদ্রে ভেসে ওঠে রাম দাসের লাশ।

এ ঘটনায় সীতাকুণ্ড থানায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

এম.কে.

×