
জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির মামলায় উনিশ বছর পর আদালতের রায়ে প্রকৃত মালিক মোতালেব পুস্তি (৬৫) ফিরে পেলেন তার ক্রয়কৃত নিষ্পত্তি। রবিবার দুপুরে শিবচর উপজেলার ভান্ডারীকান্দি এলাকার টেংরামারি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে জমি পরিমাপ শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় পক্ষই খুশি।
জানা গেছে, শিবচর উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের টেংরামারি গ্রামের মোতালেব পুস্তি (৬৫) ও সালাম পুস্তি (৭০)সহ চান্দু পুস্তির মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মোতালেব পুস্তি আদালত থেকে রায় পাওয়ার পরও সালাম পুস্তি ও চান্দু পুস্তি জমি বুঝিয়ে দেয়নি। দীর্ঘদিন পর রবিবার একটি সালিশি মীমাংসার মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে এবং সেখানে উভয় পক্ষের কাগজপত্র দেখে এবং মৌখিক কথা শুনে সেগুলো যাচাই-বাছাই, আলোচনা পর্যালোচনা বিশ্লেষণের মাধ্যমে ওই জমি আমিন দ্বারা চিহ্নিত করে উভয় পক্ষের সম্মতিতে পিলার স্থাপন করা হয়।
প্যানেল