
ছবি: সংগৃহীত
মহেশখালী উপজেলার প্রধান নৌ-যোগাযোগ কেন্দ্র মহেশখালী জেটিঘাট এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত ২০২০ সালে সামান্য সংস্কারের পর থেকে দীর্ঘ পাঁচ বছরেও কোনো ধরনের মেরামত হয়নি। ফলে বর্তমানে ঘাটের রেলিং ভেঙে পড়েছে, মাঝখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর যাত্রী ওঠানামার স্থান নীচ থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রায় ধসে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দা কবি সায়েদ মঞ্জু জানান, প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাট ব্যবহার করছেন। বিশেষ করে বর্ষার সময় পানিতে তলিয়ে যাওয়া এবং গর্তে পা হড়কে পড়ে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। তাছাড়া, কাঠামো দুর্বল হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে ঘাটের বড় অংশ ভেঙে পড়তে পারে, যা প্রাণহানির কারণও হতে পারে।"
যাত্রীদের অভিযোগ, বারবার স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষ জানলেও আজ পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত সংস্কার কাজ শুরু করার জন্য জোরালো দাবি জানিয়েছেন মহেশখালীবাসী।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছিলা কিন্তু ঘাটটি বর্তমানে বিআইডব্লিউটিএর অধীনে হওয়ায় সেটা স্থগিত আছে। তবে বিষয়টি বিআইডব্লিউটিএকে পত্রের মাধ্যমে অবগত করা হবে। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করার জন্য তাগিদ দেওয়া হবে।"
আসিফ