
দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের প্রায় সাড়ে ৫ টন চাল জব্দ করেছে প্রশাসন। শনিবার রাত ১০টায় হিলির আলিহাট ইউনিয়নের মনশাপুর বাজারের পাশে একটি ধানভাঙা মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চাল বর্তমানে উপজেলা খাদ্য গুদামে রাখা আছে।
আলিহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল ইমরান বলেন, গত বৃহস্পতিবার ও শনিবার ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের আওতায় ডিলার কর্তৃক ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়েছে উপকারভোগীদের মাঝে। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে চাল বাইরে নেওয়ার কোনো অপশন নেই। আমরা যখন চাল বিতরণ করি আমাদের ইউনিয়ন পরিষদের গেট রয়েছে সেই গেট দিয়ে একজন করে ভেতরে ঢুকে চাল তুলে নিয়ে আসে উপকারভোগীরা। পরে এখানে ধানভাঙা মিলের ভেতরে এতগুলো চাল মজুত আছে যা খুব দুঃখজনক। আমরা চাচ্ছি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হোক।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের বেশ কিছু চাল একটি মিলে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই মিলে অভিযান চালানো হয়। এ সময় মিলের ভেতরে মজুত করা অবস্থায় ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। যার ওজন ৫ হাজার ৪০০ কেজি। সেই সঙ্গে সেখানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০৪টি খালি বস্তা পাওয়া যায়। তিনি আরও বলেন, এ বিষয়ে হাকিমপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
প্যানেল