
ছবি সংগৃহীত
শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ এবং তাদের উন্নত শিক্ষাজীবন গড়তে সহায়তা প্রদানের লক্ষ্যে স্কুল-কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ-০২ অঞ্চলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের হাতে ৪ লক্ষ ৯৬ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
ডিএসকে’র করিমগঞ্জ শাখা অফিস মিলনায়তনে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহীদুজ্জামান ভূঞা। কিশোরগঞ্জ-০২ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সজল মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে করিমগঞ্জ শাখা ব্যবস্থাপক আল আমিন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র সরকার, কাদিরজঙ্গল শাখা ব্যবস্থাপক শাহ আলম প্রমুখ বক্তৃতা দেন।
প্রধান অতিথি মোঃ শহীদুজ্জামান ভূঞা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতায় পড়তে না হয়, সে জন্য সংস্থার পক্ষ থেকে উচ্চ শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে। এই সহায়তা কার্যক্রম শিক্ষার্র্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে ডিএসকে’র করিমগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার (কৈশোর কর্মসূচি) মোঃ জুয়েল খান সঞ্চালনা করেন। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ ডিএসকে’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রতি বছর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে ডিএসকে সারা দেশে মোট ২ কোটি ৫০ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবে।
আশিক