
ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে মোসাঃ আয়শা খানম নামে চার বছর বয়সের এক শিশু অটোভ্যান চাপায় মারা গেছেন। নিহত আয়শা খানম উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দক্ষিণ পাঁশগাড়ি গ্রামের নাইম মাতুব্বরের মেয়ে। আজ রবিবার সন্ধ্যায় নিহত আয়শা খানমের নিজ বাড়ির সামনে সড়কের ওপরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু তাদের নিজ বাড়ীর সামনে সড়কের রাখা একটি অটোভ্যানের ওপরে উঠে খেলতে ছিলেন। খেলার সময় ওই অটোভ্যানের পিকাপে শিশু আয়শা আক্তার হাত দিলে ভ্যানটি চলা শুরু করেন। পরে ভ্যান গিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে শিশু আয়শা আক্তার গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহত ওই শিশুর লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, খবর পেয়ে নিহত শিশু আয়শা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
আসিফ