ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

তিস্তায় হঠাৎ বেড়েছে পানি

জামাল বাদশা, লালমনিরহাট

প্রকাশিত: ২০:৪২, ২৭ এপ্রিল ২০২৫

তিস্তায় হঠাৎ বেড়েছে পানি

ছবি: জনকণ্ঠ

তিস্তার উজানের ঢল ও গত শনিবার রাতের বৃষ্টিতে হঠাৎ তিস্তার বাংলাদেশ অংশে পানি বেড়েছে।

শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পানির উচ্চতা ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় পানি বৃদ্ধির বিষয়টি ডালিয়া ব্যারাজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার রাতে তিস্তা অববাহিকায় ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হয়। সেই সঙ্গে উজান থেকে আসা ঢলের কারণে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুষ্ক মৌসুমে তিস্তায় হঠাৎ পানির আকস্মিক বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে উৎফুল্লতা দেখা গেছে। ফসলি জমিতে চড়া মূল্যে সেচ দিয়ে আসছিলেন চাষীরা। পানি বৃদ্ধির ফলে সেই সেচের খরচ অনেকটাই কমে আসবে।

তিস্তা নদী তীরবর্তী হাতীবান্ধা উপজেলার গড্ডিমারীর বাসিন্দা কৃষক হাসান আলী বলেন, "গতকাল রাতে ঝড়ের পর বেশ বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে লক্ষ করা যাচ্ছে তিস্তায় পানি বাড়ছে।"

লালমনিরহাট সদর উপজেলার হরিণচওড়ার কৃষক শফিয়ার রহমান বলেন, "শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারাজ ও তার আশপাশের এলাকায় ধূধূ বালুচরে পরিণত হয়েছিল, সেখানে রবিবার সকাল থেকে পানি উঠতে শুরু করেছে। হঠাৎ পানি কিছুটা বাড়ায় ফসলে সেচ দিতে সুবিধা হবে।"

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ব্যারাজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, "উজানের ঢলে তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি ব্যারাজ পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।"

এম.কে.

×