ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

শ্রমিক দল নেতাকে পথরোধ করে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, হালুয়াঘাট (ময়মনসিংহ)

প্রকাশিত: ২০:১৯, ২৭ এপ্রিল ২০২৫

শ্রমিক দল নেতাকে পথরোধ করে মারধরের অভিযোগ

ছবি সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে শ্রমিক দলের এক নেতাকে পথরোধ করে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার নড়াইল ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি নূর আলীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন ধরে একটি মামলার ঝামেলা চলছিল। শনিবার (২৬ এপ্রিল) সকালে গভীর নলকূপের সিকিউরিটির টাকা আদায়ের উদ্দেশ্যে নূর আলী গাঙ্গিনাপাড় তিন রাস্তার মোড়ে মোকসেদ আলীর দোকানের সামনে পৌঁছালে বাহার উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত নূর আলীকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নূর আলী বাদী হয়ে বাহার উদ্দিনসহ নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বাহার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল, সেই সূত্র ধরেই এ ঘটনা ঘটেছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আশিক

×