
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের দায়ে বিপুল পরিমাণ পাইপ সহ একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক এর নির্দেশনায় রোয়াইল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রেজাউল রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার জাকির হোসেন মালিকানাধীন ড্রেজার ও পাইপ ধ্বংস করে।জানাযায়, উপজেলার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো চক্রটি। এতে নদীর দু’পাড় ভেঙ্গে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়ে গেছে। খবর পেয়ে ওই স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ সহ একটি ড্রেজার মেশিনে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে ধলেশ্বরী নদীর বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। নদীতে যেই ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজু