
ছবি: সংগৃহীত
রংপুরের পীরগাছায় বাড়ির পার্শ্বে গর্তের পানিতে ডুবে নুর ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর দাদন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার রুবেল মিয়ার ছেলে। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু নুর ইসলাম বাড়ির সামনে খেলা করছিল। এসময় খেলার ছলে বাড়ির পার্শ্বে গর্তের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর গর্তের পানিতে ভাসমান আশংকাজনক অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হোসেন জানান,শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়।বিষয়টি কষ্টদায়ক,এ বিষয়ে পীরগাছা থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
আব্দুস সালাম / ফারুক