ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা রফিক মিয়ার দাফন সম্পন্ন

মো: সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৮:৩২, ২৭ এপ্রিল ২০২৫

প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা রফিক মিয়ার দাফন সম্পন্ন

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রবাসী জিয়া পরিষদের উপদেষ্টা রফিক মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বাদ জোহর  উপজেলার ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে ওই মাঠ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।  

জানাজায় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাস্কৃতিক সংগঠনসহ  আত্মীয় স্বজনরা স্বত:স্ফুর্ত ভাবে অংশ নেন। রফিক মিয়া  ধাতুর পহেলা গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। গত ৬ এপ্রিল সৌদি আরবের রিয়াদ শহরের স্ট্রেক করে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার  তার মরদেহ ধাতুরপহেলা গ্রামে নিজ বাড়িতে আনা হয়। 

এদিকে তার জানাজার প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা সৈয়দ আমান উল্লাহ আমান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, মন্তাজ মিয়া, মাহমুদুল হাসান, মোগড়া ইউপির ভারপ্রাপ্ত প্রশাসক ডা: এ এইচ মামুন ভূঁইয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইকবাল হোসেন, সেক্রেটারী মো: বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন রফিক মিয়া বিএনপির একজন নিবেদিত প্রান কর্মী ছিলেন। আমৃত্যু দলকে ভালোবেসে গেছেন। তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হলো।

শহীদ

×