
ছবি: জনকণ্ঠ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়োদী গ্রামে চাচা লুতফুর ও ভাতিজা সবুরের পরিবারের মধ্যে গাছ থেকে আমপাড়া কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে বাড়ির আঙিনার মসজিদ রাস্তায় চাচা ও ভাতিজার গোষ্ঠীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে শাহজাহান মিয়ার আমগাছ থেকে কয়েকটি কাঁচা আম রবিউল মিয়া পাড়তে গেলে বাঁধা দেয় রুমা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন রবিউল। এঘটনার জের ধরে রোববার সকাল ৭টার দিকে লুতফুর ও সবুর পরিবারের মধ্যে ফের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ১৫টি পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে লিপ্ত হয়। ধাওয়া পালটা ধাওয়ায় ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের মধ্যে আলী মিয়া (৮০) শাজাহান মিয়া( ৯০) মিরান মিয়া (৫৫) চুন্নু মিয়া (৪০) শাহাবুব মিয়া (৩০) এনায়েত মিয়া( ২৭) ছালাম মিয়া (৩৫) লাভলু মিয়া) ৪০) বাবু মিয়া (৩৫)ইয়াসিন মিয়া (১৭) জিসান মিয়া ( ১৯) রমজান মিয়া (২৬) শাহাবুদ্দিন (৩৫) সহিদুল (২৫), শাহিন( ২৫), রহিমা বেগম (২৩), বোরহান মিয়া ( ৪০), সাগর (৩২) আহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আবু মিয়া (৩২)কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, সংঘাতের বিষয়টি জানতে পেরেছে পুলিশ। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিউল হাসান