ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

দিরাইয়ে প্রান্ত দাস হত্যায় শাকিল আহমেদ গ্রেফতার 

মোঃ আয়মান মিয়া, দিরাই (সুনামগঞ্জ)

প্রকাশিত: ১৩:১৩, ২৭ এপ্রিল ২০২৫

দিরাইয়ে প্রান্ত দাস হত্যায় শাকিল আহমেদ গ্রেফতার 

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে প্রান্ত দাস হত্যায় অভিযুক্ত খুনি শাকিলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (২৬ এপ্রিল) রাত ১২টায় উপজেলার তলবাউসি গ্রামের সামনের হাওর থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর থানা হেফাজতে রাখা হয়েছে রয়েছে শাকিলকে। 

জানা যায়, ওইদিন সন্ধ্যা ৬টায় উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান মিয়ার ছেলে প্রতিপক্ষ শাকিল ও সেবক দাসের ছেলে নিহত প্রান্তর বড় ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। 

এক পর্যায়ে পলাশ শাকিলকে আঘাত করলে শাকিল দৌড়ে বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে শাকিল হাতে করে বল্লম নিয়ে পলাশকে খুঁজতে থাকে। এসময় পলাশকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাসকে (২০) পলাশের কথা জিজ্ঞেস করলে প্রান্ত ক্ষিপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে শাকিল তার হাতে থাকা বল্লম দিয়ে প্রান্তকে আঘাত করলে সঙ্গে সঙ্গে প্রান্ত মাটিতে লুটিয়ে পড়ে। 

এসময় আশপাশের মানুষ জড়ো হলে শাকিল পালিয়ে যায় ৷ আহত অবস্থায় প্রান্তকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানি তালুকদার মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্ত জন্য মর্গে প্রেরণ করা হয়। এ বিষয়ে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।

আবীর

×