ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাল্টাপাল্টি মানববন্ধন

কালিদাস রায়, নাটোর জেলা

প্রকাশিত: ১১:৪০, ২৭ এপ্রিল ২০২৫

নাটোরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাল্টাপাল্টি মানববন্ধন

নাটোরে রাজকীয় পরিবহনের বাস গুরুত্বপূর্ণ রুটের ৫টি ট্রিপে বাঁধা ও কেড়ে নেওয়া, হামলা চালিয়ে কাউন্টার ভাংচুরের ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপি ও আওয়ামীলীগ সমর্থিত বাস মালিক-শ্রমিকরা। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রতিকার দাবি করে শনিবার সন্ধ্যা ৬টার দিকে নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় পরিবহনটির কার্যালয়ের সামনে মানববন্ধন করে আওয়ামীলীগ সমর্থিত রাজকীয় পরিবহনের শতাধিক শ্রমিক।

মানববন্ধনে রাজকীয় পরিবহনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মশিউর রহমান অভিযোগ করেন, নাটোরের আর পি পরিবহনের মালিক মোঃ মানিক, মোঃ হানিফ, মোঃ মনির ও মোঃ মুক্তার হোসেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের ভাই। তারা আসাদের প্রভাবে রাজকীয় পরিবহনের পাঁচটি গুরুত্বপূর্ণ রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে আপোষ বৈঠক বসলেও কোন সুরাহা হয়নি। একদল শ্রমিক এ সময় শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে রাজকীয় পরিবহনের কাউন্টারের লোকজনকে বের করে দিয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ বিষয়ে তারা নাটোর থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন। 

অপরদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের বড় হরিশপুর বাস টার্মিনালে আর পি পরিবহনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব এবং আর পি পরিবহনের মালিক মুক্তার হোসেন। এ সময় বলা হয়, রাজকীয় পরিবহনের মালিক মজিবুর রহমান আওয়ামী লীগ নেতা। সাধারণ একজন বাস মাস্টার থেকে আওয়ামী লীগের ১৫বছরে তিনি ৩০টি বাসের মালিক বনেছেন। তাদের হামলায় বিএনপি পন্থী বহু বাস মালিক শ্রমিক আহত হয়েছে। সেসব ঘটনায় মামলা হলেও আজ পর্যন্ত পুলিশ মুজিবুর রহমানকে গ্রেফতার করেনি। 

তারা অবিলম্বে রাজকীয় বাসের মালিক মুজিবুর রহমানকে গ্রেফতার করার দাবী জানান এবং শনিবারের হামলার জন্য তাকেই দায়ী করেন। ঘটনার সময় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ উপস্থিত থাকলেও কোন মন্তব্য করেননি। অপরদিকে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেছেন, বাস টার্মিনালের কোন বিষয়ে তিনি কোন ভাবেই জড়িত নন।

মুমু

×