ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ফ্যাসিবাদের সময় শিক্ষাকে শতভাগ দলীয়করণ করা হয়েছিল: শামা ওবায়েদ 

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ১০:০৪, ২৭ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদের সময় শিক্ষাকে শতভাগ দলীয়করণ করা হয়েছিল: শামা ওবায়েদ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষাকে শতভাগ দলীয়করণ করে ফেলা হয়েছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত সব স্তরেই দুর্নীতি করা হয়েছে। যোগ্যদের যোগ্য স্থানে জায়গা দেওয়া হয় নাই। কিন্তু যারা দলীয় রাজনীতি করতো, যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদেরকে দ্রুত প্রমোশন দেয়া হয়েছে, চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে। অযোগ্যদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে। যোগ্যরা সঠিক স্থানে যেতে পারে নাই। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে অবস্থিত জননেতা কেএম ওবায়দুর রহমানের পৈত্রিক বাড়িতে জেলার সালথা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শিক্ষকরা নিজেদের মধ্যে গ্রুপিং না করে  কিভাবে দীক্ষা ও শিক্ষকদের উন্নতি করা যায়, সে ব্যাপারে ভূমিকা রাখতে হবে শিক্ষক সমাজকেই। শিক্ষক সমাজের ঐক্য চাই। শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা লাগবে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করা হবে।  

শামা ওবায়েদ আরো বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ও প্রচেষ্টা দরকার। এই প্রচেষ্টায় শিক্ষক সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে। 

এই মতবিনিময় সভায় সঞ্চালনা করেন সালথা উপজেলায় কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কর। বক্তব্য রাখেন,  সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রবিউল আলম, গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। 

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও নগরকান্দা উপজেলা বিএনপি'র সহ-সভাপতি বাবুল তালুকদার ও সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক তালুকদার।

মতবিনিময় সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমস্যার কথা শামা ওবায়েদ মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। 

আবীর

×