ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইগাতী, শেরপুর।।

প্রকাশিত: ০৮:৫৮, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৫৯, ২৭ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

"নেতা নয়, নীতির পরিবর্তন চাই" এই প্রতিবাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে স্থানীয় মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ফারুক আহম্মেদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা মো. ইব্রাহীম খলিল ও ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ফখরুদ্দিন রাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মোজাহিদ কমিটি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মফিজদ্দিন মাস্টার, সেক্রেটারি ক্বারী মো. আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী আশেকে এলাহী, উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা রেদুয়ান বিল্লাহ, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সেক্রেটারি মো. সাইদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে প্রস্তাব সমর্থনের মাধ্যমে আগামী দু'বছরের জন্য আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামকে সভাপতি, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু সালেহ সিদ্দিকী ও মাওলানা মো. ইব্রাহীম খলিলকে সহ-সভাপতি এবং হাফেজ মাওলানা আতাউর রহমান আজাদীকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর উক্ত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা ফারুক আহম্মেদ।শপথ বাক্য পাঠের পর বিশ্বে সকল মুসলিম জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

আফরোজা

×