ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ-পুকুর স্বেচ্ছায় অপসারণে চেয়ারম্যানের আল্টিমেটাম, কৃষকের স্বস্তি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী।।

প্রকাশিত: ০৭:৫৪, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ০৭:৫৪, ২৭ এপ্রিল ২০২৫

কলাপাড়ায় খালের অবৈধ বাঁধ-পুকুর স্বেচ্ছায় অপসারণে চেয়ারম্যানের আল্টিমেটাম, কৃষকের স্বস্তি

কলাপাড়া উপজেলার লালুয়ায় পশুরবুনিয়া স্লুইস খালের দখলদারদের দেওয়া অবৈধ বাঁধ কিংবা পুকুর স্বেচ্ছায় অপসারণের ৪ দিনের আল্টিমেটাম দিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন তপন বিশ্বাস। শনিবার দুপুরের পরে তিনি এই আল্টিমেটাম দিয়েছেন। এ সময় তিনি দখলদারদের সতর্ক করে বলেন, "খাল কৃষকের চাষাবাদের জন্য। কেউ ব্যক্তিগতভাবে পুকুর বা খালে বাঁধ কিংবা বেড়া দিয়ে মাছ চাষসহ অন্য কোনো কিছু করতে পারবে না।"

তিনি আরও বলেন, খালগুলোর সব ধরনের অবৈধ দখল নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। যদি কেউ বাধা দেয়, তবে কৃষকদের সমন্বয়ে প্রশাসনের সহায়তায় খাল উদ্ধার করা হবে।

এ সময় চেয়ারম্যানের এমন প্রশংসনীয় কাজের সমর্থন জানিয়ে উপস্থিত থাকা লালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাদা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, "খাল দখলমুক্ত করতে হবে, সে যতই ক্ষমতাধর হোক। আমরা এলাকার সাধারণ কৃষকের স্বার্থ রক্ষায় সর্বদা পাশে থাকবো। প্রয়োজনে দখলদার রুখতে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

চেয়ারম্যানের এমন উদ্যোগে কৃষকরা স্বস্তিবোধ করেন। তারা খাল জনসাধারণের ব্যবহারের সুযোগ করে দেওয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সময় গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আফরোজা

×