
ঝড়ের কবলে পড়ে ঢাকাগামী একটি রাত্রীকালিক কোচ চলন্ত অবস্থায় উল্টে পড়েছে খাদে। এ ঘটনায় বাসে থাকা যাত্রীরা আহত হয়। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা সড়কের খেতুর বাজার নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ঝড়ো বাতাস ও তুমুল জোরে বজ্রবৃষ্টি হচ্ছিল। ওই সময় নীলফামারী থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া রাত্রীকালীন দোয়েল ক্লাসিক বাসটির চালক ধীরগতিতে বাস চালিয়ে গেলেও ঝড়ো বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ওই বাসে থাকা ঢাকার যাত্রী রশিদুল ইসলাম বলেন, বাসটি ঝড়ের কারণে ধীরে ধীরে চলছিল। হঠাৎ একটা বড় ধরনের দমকা বাতাস এলে বাসের চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। ফলে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।
স্থানীয় মানুষজন ও কিশোরীগঞ্জ ফায়ার সার্ভিস এসে বাস যাত্রীদের উদ্ধার করেন। বাসে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন আহত হলে উপজেলা হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে বড় ধরনের কোন কিছু হয়নি বলে জানান, কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম।
এদিকে ওই সময়ের বজ্রপাতের কারণে নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ৩৩ হাজার বিদ্যুৎ সরবরাহ লাইনে ক্রটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ডিমলা উপজেলার রোমান কবীর জানান, বজ্রবৃষ্টির সাথে সেখানে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে ভুট্টা, তামাক, মরিচ ক্ষেতের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। রাত ১১টার দিকে ঝড়বৃষ্টি থেমে যায়।
বিভিন্ন এলাকায় খবর নিয়ে জানা গেছে, ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিপাতে রাতের বেলায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ঝড় বৃষ্টি থেমে গেলে কৃষকরা নিজ নিজ ফসলি জমির খোঁজ খবর নিতে মাঠে অবস্থান করছিল।
আফরোজা